নামাজের মাসাইল , যেগুলো প্রতিটা নামাজীর জেনে রাখা অতিব জরুরী


                                                             নামাযের মাসাইল
                            মুফতি শামছুল ইসলাম 


নামাজের ফরজ ১৪টি 

নামাযের বাইরে ৭ ফরজ:
০১। শরীর পাক হওয়া
০২। কাপড় পাক হওয়া
০৩। নামাযের জায়গা পাক হওয়া
০৪। ছতর ঢাকা *
০৫। কিবলামুখী হওয়া
০৬। ওয়াক্ত মত নামায পড়া
০৭। নামাযের নিয়্যাত করা

নামাযের ভেতরে ৭ ফরজ :
০১। তাকবীরে তাহরীমা বলা
০২। কিয়াম অর্থাৎ দাঁড়িয়ে নামায পড়া
০৩। কিরাআত পড়া
০৪। রুকু করা
০৫। দুই সাজদা করা
০৬। শেষ বৈঠক করা ( পূর্ণ আত্তাহিয়্যাতু পড়ার সময় পরিমাণ বসা )
০৭। ইচ্চাকৃত নামায হতে বের হওয়া

 * পুরুষগণ নাভী হইতে হাঁটুর নিচ পর্যন্ত এবং মহিলাগণ চেহারা, লতি পর্যন্ত দুই হাত ও পায়ের পাতা ব্যতিরেখে সমস্ত শরীর ঢাকবে, অন্যস্থায় নামায দুরস্ত হবেনা।

Previous Post Next Post