খণ মুক্তির সবচেয়ে সহজ ও ছোট্ট দু'আ

খণ মুক্তির সবচেয়ে সহজ দুআ 



আসসালামু আলাইকুম,প্রিয় পাঠক! 
আজ আমরা ঋণ মুক্তির সবচেয়ে সহজ দুআ কোনটি তা জানবো।
ঋণ এমন এক বিরক্তিকর জিনিস যা,সুস্থ মানুষকে অসুস্থ করে তুলে, ভালো মনের অধিকারীকে খারাপ মনের অধিকারী বানিয়ে ফেলে,তাই যথাসম্ভব ঋণ না করাই ভালো, তবে আমরা প্রয়োজনের তাগিদে অনেকসময় ঋণ করে বসে,কিন্তু তা পরিশোধ করতে আমরা নানানভাবে নানান পরিস্থিতির স্বীকার হই। আর তাই আমি আজ আপনাদেরকে জানাবো আমরা কীভাবে অতিসহজেই একটি ছোট্ট দু'আ পাঠ করার মাধ্যমে ঋণ পরিশোধ করতে পারি? 

হাদিসে ঋণ পরিশোধের অসংখ্য দুআ এসেছে,এর মধ্যে থেকে আমি আপনাদের জন সবথেকে সহজ ও ছোট্ট দুআটি বাছাই করেছি আর তা হলো এই :

আরবি উচ্চারণ 
أَعُوذُ بِالله مِنَ الْكُفْرِ وَالدين

বাংলা উচ্চারণ : 
আ'ঊযুবিল্লা-হি মিনাল কুফরি ওয়াদদাঈনি।

অর্থ : অর্থ :আমি আল্লাহর কাছে কুফর এবং ঋণ থেকে পানাহ চাই

হাদিসটি নাসায়ী শরিফে বর্ণিত হয়েছে, হাদিস নং ৫৪৮৯

যখন আল্লাহর রাসূল(সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এই দু'আ সাহাবায়ে কেরামকে শিক্ষা দিলেন তখন এক সাহাবী রা. রাসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন,
ইয়া রাসুলুল্লাহ ! 
আপনি এই দু'আর মধ্যে কুফর ও ঋণকে এক পাল্লাশ দাঁড় করালেন কেন..?
তখন রাসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন :
আমি ঋণ ও কুফুরকে এই জন্য এক পাল্লায় দাঁড় করালাম, কেননা ঋণ মানুষকে আস্তে আস্তে কুফুরের দিকে টেনে নিয়ে যায়।

প্রিয় পাঠক!  তাই আসুন আমরা বেশি বেশি এই দুআটি পড়ি , যেন আল্লাহ আমাদেরকে ঋণ থেকে মুক্তি দান করেন। আমীন।

Previous Post Next Post