ছদ্মনামে ফেইসবুকে নাম ব্যবহারের হুকুম ।

ছদ্মনামে ফেইসবুকে নাম ব্যবহারের হুকুম  

 অনেকে আছেন যারা ছদ্মনামে ফেসকুকে নাম ব্যবহার করেন যেমন : আবু সুফিয়ান (সুফিয়ানের বাবা অথবা উম্মে আব্দুল্লাহ (আব্দুল্লাহর মা) ইত্যাদি উপনাম ব্যহার জায়েয। এতে কোন সমস্য নেই । 

এর কারণগুলো নিম্নরূপ : 

১।সাধারণত ফেসবুক ব্যবহারকারীগণ জানেন, এটি আসল নাম নয়। এটি তার সংকেত বা ব্যবহারকারীর দিকে  ইঙ্গিতবাহী কোন নাম।

২। এটিকে মিথ্যাও গণ্য করা হবে না। কেননা ফেসবুকে নির্মাতা কোথাও এই শর্ত  করে নাই যে, প্রোফাই/পেইজে/ গ্রপে কোথাও এই শর্ত করা হয় না যে, সেখানে আসল নাম ব্যবহার করতে হবে। 

৩। মানুষের জন্য কোন উপনাম বা ডাক না ব্যবহার করতে তো কোন প্রতিবন্ধকতা নেই । সুতরাং যদি কেউ ফেসবুকে উপনাম ব্যবহার করে তবে  এটিই তার মূল নামের মতো হবে। এটিকে মিথ্যা বলা হবে না। 

৪। অনেকের জন্য আসল নামে ফেসবুক ব্যবহার ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় । যেমন আহলুস সুন্নাহ ওয়াল জামাতের  কেউ শিয়াদের মাঝে বসবাস করে। তাদের দ্বারা সে আক্রান্ত হওয়ার আশংকা আছে। অথবা কোন নারী ফেসবুক ব্যবহার করবে। সেক্ষেত্রে তারা কোন ছদ্মনাম অথবা উপনাম ব্যবহার করবে। 

লিখেছেন : শায়খ আলী মুহাম্মদ শাওক্বী


Previous Post Next Post